১৪ মার্চ চট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক বিশেষ অধিবেশন প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে বিপুল সংখ্যক সদস্যদের উপস্থিতিতে ক্লাবের ২০১৩-২০১৪ সালের বার্ষিক কর্মপরিকল্পনা ও প্রস্তাবিত আয়-ব্যয়ের বাজেট পেশ করেন ক্লাবের অর্থ সম্পাদক শুকলাল দাশ। অন্যান্য বছরের ন্যায় এবছরও বার্ষিক কর্ম পরিকল্পনায় সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে বিভিন্ন ধরনের কর্মশালা আয়োজন, প্রেস ক্লাব সদস্য ও তাদের পরিবারবর্গের জন্য বিভিন্ন ধরনের বিনোদনমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সভায় চট্টগ্রাম প্রেস ক্লাবের আয়-ব্যয়ে স্বচ্ছতা আনায় সন্তোষ প্রকাশ করা হয়। বার্ষিক বাজেটে দেশের বর্তমান পরিস্থিতির মুখে ব্যয় সংকোচনেরও পরামর্শ দেন সদস্যগণ। প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে সদস্যদের বিনোদন ও পেশাগত মান বৃদ্ধিতে নেওয়া পরিকল্পনা বাস্তবায়নে সার্বিক সহযোগিতা কামনা করা হয়। সভায় বাজেট আলোচনায় সদস্যরা ক্লাবের সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী আসার সম্মতি প্রদান করায় ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বর্ণিলভাবে সুবর্ণজয়ন্তী উদযাপনের জন্য ব্যবস্থাপনা কমিটিকে দায়িত্ব অর্পন করেন।
ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে বৃহস্পতিবার বেলা ১২ টায় শুরু হওয়া বিশেষ অধিবেশনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সহসভাপতি রাশেদ রউফ, সহসভাপতি কাজী আবুল মনসুর, যুগ্ম সম্পাদক মহসীন কাজী, সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম, গ্রন্থাগার সম্পাদক মো, শহীদুল ইসলাম, আপ্যায়ন ও সমাজসেবা সম্পাদক মো. আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর সবুজ, ব্যবস্থাপনা কমিটির সদস্য আবু জাফর মো. হায়দার, শামসুল হক হায়দরী, নূর মোহাম্মদ রফিক ও মনজুর কাদের মনজু।
প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশ নেন আবু সুফিয়ান, অঞ্জন কুমার সেন, মঈনুদ্দীন কাদেরী শওকত, হেলাল উদ্দিন চৌধুরী, নির্মল চন্দ্র দাশ, কলিম সরওয়ার, সমীর কান্তি বড়–য়া, সালাহউদ্দিন মো. রেজা, নাজিমুদ্দীন শ্যামল, মুহাম্মদ মোরশেদ আলম, বিশ্বজিৎ বড়–য়, মো. ফারুক ও সাইফুল্লাহ চৌধুরী।
সভার শুরুতে দেশের বরেণ্য ব্যক্তি, সাংবাদিক, বুদ্ধিজীবীদের মৃত্যুতে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। নির্ধারিত আলোচ্যসূচির বিভিন্ন দিক আলোচনার পর সর্বসম্মতভাবে ২০১৩-১৪ সালের প্রস্তাবিত আয়-ব্যয়ের বাজেট এবং কর্মপরিকল্পনা অনুমোদন করা হয়।