চট্টগ্রাম প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সাথে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের ফুটবল কমিটির চেয়ারম্যান ও তরুণ শিল্পোদ্যোক্তা রাশেদুল আলম মামুনের এক মতবিনিময় সভা ৭ মার্চ প্রেস ক্লাব পিএইচপি ভিআইপি লাউঞ্জে ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় তরুণ শিল্পোদ্যোক্ত রাশেদুল আলম মামুন বলেন, সাংবাদিক সমাজ এবং ব্যবসায়ীরা বর্তমানে এক কঠিন সময় পার করছে। সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে প্রকৃত সত্য ঘটনা তুলে ধরতে গিয়ে প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়ছে। অপরদিকে একের পর এক হরতাল ও অবরোধের কারণে দেশের ব্যবসায়ীরা শঙ্কিত হয়ে উঠেছে। দেশের কল্যাণে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া দরকার।
তিনি আরো বলেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের গৌরবোজ্জ্বল ৫০ বছর পূর্তি অনুষ্ঠান চট্টগ্রামের ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে। আজকের এই দিনে সাংবাদিকদের সংস্পর্শে আসতে পেরে নিজেকে সম্মানিত ও গৌরব বোধ করছি।
সভাপতি আলহাজ্ব আলী আব্বাস বলেন, তরুণ শিল্পপতি রাশেদুল আলম মামুন ব্যবসার পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গণে দীর্ঘদিন ধরে অবদান রেখে আসছেন। পাশাপাশি তিনি সাংবাদিকদের কল্যাণে কাজ করার আগ্রহ প্রকাশ করায় আমি তাঁকে ধন্যবাদ জানাই।
যুগ্ম সম্পাদক মহসীন কাজীর পরিচালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদ উল আলম। এ সময় অতিথিকে প্রেস ক্লাবের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন ক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাস। ফুল দিয়ে শুভেচ্ছা জানান ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম। ক্লাবের প্রকাশনা তুলে দেন সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী।
এ সময় মতবিনিময় সভায় সিনিয়র সহসভাপতি রাশেদ রউফ, সহসভাপতি কাজী আবুল মনসুর, অর্থ সম্পাদক শুকলাল দাশ, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আইয়ুব আলী, ব্যবস্থাপনা কমিটির সদস্য আবু জাফর মো. হায়দার ও নূর মোহাম্মদ রফিক, স্থায়ী সদস্য নির্মল চন্দ্র দাশ, এম নাসিরুল হক, হাসান ফেরদৌস, বিশ্বজিৎ বড়–য়া, মোহাম্মদ ফারুক, নুর উদ্দিন আহমেদ, রতন কান্তি দেবাশীষ, ম. শামসুল ইসলাম, আবুল হাসনাত, মিন্টু চৌধুরী, নিপুল দে প্রমুখ উপস্থিত ছিলেন ।