পিএইচপি ভিআইপি লাউঞ্জের পাশেই রয়েছে একটি প্রশস্ত লাইব্রেরি। ইস্পাহানী গ্রুপের সহায়তায় এই লাইব্রেরি স্থাপন করা হয়। এতে রয়েছে প্রায় ১০ হাজার নতুন-পুরনো বই। এখানে প্রতিদিনের স্থানীয় এবং জাতীয় মিলে প্রায় ৪০টিরও বেশি পত্রিকা সদস্যদের জন্য ফাইল করা থাকে। এছাড়া লাইব্রেরিতে বাংলাদেশ ও ভারতের বেশ কিছু সাপ্তাহিক ও মাসিক ম্যাগাজিনও থাকে। বর্তমানে লাইব্রেরিটি আধুনিকায়নের কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে। এখানে প্রেস ক্লাব সদস্যদের জন্য কম্পিউটারসহ বসে পত্রিকা ও ম্যাগাজিন পড়ার সুব্যবস্থা রয়েছে।
[checklist]
- মোট বইয়ের সংখ্যা : প্রায় ১০ হাজার।
- সময়সূচি : প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা।
[/checklist]