চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভা গতকাল প্রেস ক্লাব পিএইচপি ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা নিয়ে ইতিহাস বিকৃতি এ দেশের তরুণসমাজ মেনে নেয়নি। স্বাধীনতার ৪২ বছর পর এদেশে তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রতিষ্ঠার সংগ্রামে জেগে উঠেছে। সঠিক ইতিহাসকে কখনো চেপে রাখা যায় না। তা আজকের বাংলাদেশের তরুণ প্রজন্ম দেখিয়ে দিয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছে। তার একটি মাত্র ঘোষণার মধ্যদিয়ে এ দেশের আপামর জনসাধারণ মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে দেশকে মুক্ত করেছে। অথচ জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে স্বাধীনতার সঠিক ইতিহাস বিকৃত করা হয়েছে। আজকের তরুণ প্রজন্মের যে গণজাগরণ সেটা হচ্ছে ইতিহাস বিকৃতির বিরুদ্ধে, একাত্তরের যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধীদের বিরুদ্ধে। এ যুদ্ধে তরুণ প্রজন্ম জয়ী হবে। জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে।
প্রেস ক্লাবের অর্থ সম্পাদক শুকলাল দাশের সঞ্চালনায় এ আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী। সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)’র সভাপতি শহীদ উল আলম, প্রেস ক্লাবের সাবেক সভাপতি আতাউল হাকিম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী, সিইউজে সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী, সিইউজে সাবেক সাধারণ সম্পাদক এম নাসিরুল হক ও নির্মল চন্দ্র দাশ ও প্রেস ক্লাবের স্থায়ী সদস্য হাসান ফেরদৌস।
প্রধান আলোচক আবু সুফিয়ান বলেন, আজকে স্বাধীনতার ৪২ বছর পর বাংলাদেশের তরুণ প্রজন্ম বঙ্গবন্ধুর আদর্শে ও মুক্তিযুদ্ধের চেতনায় জেগে উঠেছে। যে বঙ্গবন্ধুকে ঘাতকরা হত্যার পর ঐ হত্যাকান্ডের বিচার না হওয়ার জন্য ইনডেমনিটি বিল জারি করেছিল আজ কোটি তরুণের মাঝে সেই বঙ্গবন্ধুর আদর্শ জেগে উঠেছে। আর এতে প্রমাণিত হয়েছে, ইতিহাস কখনো ধামাচাপা দেওয়া যায় না। শতবছর পর হলেও সঠিক ইতিহাস জেগে উঠে, যেমনটি আজ বাংলাদেশের তরুণদের মাঝে জেগে উঠেছে।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব আলী আব্বাস বলেন, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ আর বাংলাদেশ মানে বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশের কোনো ইতিহাস রচিত হতে পারে না। বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম দিয়ে বঙ্গবন্ধু জাতির হৃদয়ে স্থান করে নিয়েছেন। সেই ইতিহাস কখনো মুছে ফেলা যাবে না।
এ সময় আলোচনা সভায় ব্যবস্থাপনা কমিটির সদস্য নূর মোহাম্মদ রফিক, বিএফইউজে সদস্য তপন চক্রবর্তী, সিইউজে সহসভাপতি রতন কান্তি দেবাশীষ, সিইউজে যুগ্ম সম্পাদক মু. শামসুল ইসলাম, স্থায়ী সদস্য মসিউর রেহমান, জামালুদ্দীন ইউছুফ, রোকসারুল ইসলাম, মোহাম্মদ ফারুক, নুর উদ্দিন আহমেদ, সহিদুল ইসলাম সহিদ, আবুল হাসনাত, সবুর শুভ, নিপুল দে প্রমুখ উপস্থিত ছিলেন।