চট্টগ্রাম প্রেস ক্লাবের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির দায়িত্বভার গ্রহণ
7 January 2013
চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে লায়ন কমরুদ্দিনের মতবিনিময়
21 January 2013
দেখুন সব খবর

চট্টগ্রাম প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সঙ্গে পরিবেশ ও বন মন্ত্রী হাছান মাহমুদের মতবিনিময়

pclubআওয়ামী লীগের নব নির্বাচিত প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং পরিবেশ ও বন মন্ত্রী ড. হাছান মাহমুদ চট্টগ্রাম প্রেস ক্লাবের নব নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন। ১৮ জানুয়ারি ২০১৩ শুক্রবার বিকেলে পিএইচপি ভিআইপি লাউঞ্জে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে ড. হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগ সরকার দেশের জন্য কাজ করে। সরকারের এই উন্নয়ন অংশীদার দেশের প্রতিটি জনগণ। এ উন্নয়নে সহযোগী হিসেবে কাজ করে চলেছেন দেশের সাংবাদিকরা। দেশের অর্থনীতির উন্নয়নে তিনি চট্টগ্রামের সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, চট্টগ্রাম প্রেস ক্লাব বরাবরই অগ্রণী ভূমিকা পালন করছে। কিন্তু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
তিনি প্রেস ক্লাবের ৫০ বছর পূর্তি উদযাপনে সরকারি পৃষ্টপোষকতায় ভূমিকা রাখার আশ্বাস দেন। আগামী ২৬ জানুয়ারি প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমনের আগেই প্রেস ক্লাবের বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পর্কে অবগত করা হবে। আসন্ন সফরে প্রধানমন্ত্রী চট্টগ্রামবাসীর জন্য আরেকটি সুখবর দেবেন। বিএনপি-জামাত জোটের আমলে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া রাঙ্গুনিয়া কর্ণফুলী জুট মিল ও কর্ণফুলী-ফোরাত কার্পেট মিল সরকারিভাবে চালু করা হবে। এতে সরকারি সম্পত্তি যেমন সরকারের হাতে থাকবে তেমনি কাজ ফিরে পাবে চাকরি হারা শ্রমিকরা।
প্রেস ক্লাব সভাপতি আলহাজ আলী আব্বাসের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী। উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী ও কলিম সরওয়ার, যুগ্ম সম্পাদক মহসীন কাজী, অর্থ সম্পাদক শুকলাল দাশ।