মাস্টার মেরিনার ফখরুদ্দিন আহমেদের সাথে প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির মতবিনিময়
25 February 2013
প্রেস ক্লাবে তরুণ শিল্পোদ্যোক্তা রাশেদুল আলম মামুনের মতবিনিময়
7 March 2013
দেখুন সব খবর

বিশিষ্ট সাংবাদিক, গবেষক ও ভাষা সৈনিক কাজী জাফরুল ইসলামের ইন্তেকাল

kazi-Zafrul-Islam
01

বিশিষ্ট সাংবাদিক, গবেষক ও ভাষা সৈনিক কাজী জাফরুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…রাজেউন)। ২৬ ফেব্রুয়ারি মঙ্গলবার ভোরে নগরীর নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে ও বহু গুণগ্রাহী রেখে যান।

মঙ্গলবার সকাল এগারটায় তাঁর দীর্ঘদিনের বিচরণস্থল চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ ছাড়াও সর্বস্তরের সাংবাদিকরা অংশ নেন। এতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম মনজুর আলম, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, দৈনিক পূর্বদেশ সম্পাদক ওসমান গণি মনসুর উপস্থিত ছিলেন। চট্টগ্রাম প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্যরা ও সাংবাদিক ইউনিয়নের সদস্যরা মরহুমের কফিনে পুস্পস্তবক দিয়ে  শ্রদ্ধা জানান। এরপর মিরসরাইয়ে তাঁর নিজ গ্রামে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

[info]

গণমাধ্যমে কাজী জাফরুল ইসলামের মৃত্যু

বিডিনিউজবাংলানিউজআজাদীসুপ্রভাত বাংলাদেশ ১সুপ্রভাত বাংলাদেশ ২

[/info]

মরহুম কাজী জাফরুল ইসলাম দীর্ঘদিন ধরে দৈনিক আজাদীতে কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি বার্তা সম্পাদক হিসেবে অবসর গ্রহন করেন। তিনি চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছাড়াও চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটি ও সাংবাদিকদের বিভিন্ন সংগঠনে নানা সময়ে নেতৃত্ব দিয়েছেন। বায়ান্নর ভাষা আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহন করেন। ষাট এর দশকে তিনি তুখোড় প্রগতিশীল ছাত্রনেতা ছিলেন। সাংবাদিকতা এবং ইতিহাস বিষয়ক বেশ কয়েকটি গবেষনা গ্রন্থের প্রণেতা এই কৃতি।

কাজী জাফরুল ইসলামের মৃত্যুতে চট্টগ্রাম প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি ও  চট্টগ্রাম টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়। প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাস ও সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, মহাসচিব আবদুল জলিল ভূইয়া, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদ উল আলম ও সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসুল হক হায়দরী ও সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ, চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সভাপতি নুরুল আমিন ও সাধারণ সম্পাদক আবিদ হোসেন, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শামসুল হক হায়দরী ও সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ এক বিবৃতিতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।