বিশিষ্ট শিল্পোদ্যক্তা ও সমাজসেবক আলহাজ করম আলী বলেছেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম পর্যটন সম্ভাবনাময় দেশ। এ সম্ভাবনা তুলে ধরতে সবচেয়ে বেশি ভূমিকা রাখছেন সাংবাদিকরা। তাদের মাধ্যমে পর্যটন বিশ্বে বাংলাদেশ বিশেষ স্থানে পৌঁছে গেছে। সে কারণে দেশের অর্থনীতিতে পর্যটন উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হচ্ছে।
তিনি ৫ জানুয়ারি ২০১৩ শনিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।
দেশের পর্যটন শিল্পখাতের অন্যতম উদ্যোক্তা আলহাজ করম আলী আরও বলেন, চট্টগ্রাম সৌন্দর্যের রাণী হিসেবে পরিচিত হলেও বিয়াল্লিশ বছর আগে এখানে পর্যটকদের থাকার উপযোগী কোনো হোটেল ছিল না। আলহাজ সবদর আলীই চট্টগ্রামে অত্যাধূনিক হোটেল আগ্রাবাদ প্রতিষ্ঠা করেন। তাঁর হাত ধরে চট্টগ্রামের পর্যটন সম্ভাবনা এখন অনেক দূর এগিয়েছে। এর পেছনে নেপথ্যে ভূমিকা রেখে চলেছেন সাংবাদিকরা।
তিনি বলেন, বাংলাদেশের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে অর্থনৈতিক সমৃদ্ধিকে আরও এগিয়ে নেয়া সম্ভব। এর জন্য প্রয়োজন পর্যটন সমৃদ্ধি নির্ভর আধুনিক পরিকল্পনা।
প্রেস ক্লাব সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি আতাউল হাকিম ও সিনিয়র সহ সভাপতি নুরুল আমিন। অনুষ্ঠান সঞ্চালন করেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক রাশেদ রউফ। অনুষ্ঠানের শুরুতে অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান সিনিয়র সহ সভাপতি নুরুল আমিন ও প্রেস ক্লাবের প্রকাশনা তুলে দেন প্রচার ও প্রকাশনা সম্পাদক মহসীন কাজী।