চট্টগ্রাম প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সঙ্গে পরিবেশ ও বন মন্ত্রী হাছান মাহমুদের মতবিনিময়
18 January 2013
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে শাহরিয়ার কবির
25 January 2013
দেখুন সব খবর

চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে লায়ন কমরুদ্দিনের মতবিনিময়

Photo-01q
প্রবাসী ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা লায়ন কমরুদ্দিন আহমদ চৌধুরী বলেছেন, দেশকে দুর্নীতি অনিয়ম আর সমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। সাংবাদিকরা হচ্ছেন জাতির আয়না। তাদের দ্বিতীয় আবাস প্রেস ক্লাব। জাতির অন্তিম মূহুর্তে প্রেস ক্লাবই হয়ে উঠে মানুষের আশ্রয়স্থল। তিনি ২১ জানুয়ারি ২০১৩ সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন। তিনি আরো বলেন, দেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণেও সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। তাদের মাধ্যমে দেশ-বিদেশের বাজারচিত্রসহ নানা তথ্য মুহূর্তের মধ্যেই উঠে আসে।
চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাসের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মহসীন কাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী। বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি রাশেদ রউফ। দেশের শীর্ষস্থানীয় হিমায়িত মৎস্য রপ্তানীকারক প্রতিষ্ঠান ফিস প্রিজাভার্সের পরিচালক কমরুদ্দিন আহমদ চৌধুরী আরো বলেন, প্রবাসীদের মধ্যে এখন অনেকের দেশপ্রেমবোধ রয়েছে। তারা বিদেশে থেকেও দেশের কল্যাণে কাজ করে যাচ্ছেন। দেশ এখন নানা ষড়যন্ত্রের মুখোমুখি। স্বস্থানে থেকে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। তিনি উল্লেখ করেন, আমেরিকায় তার প্রতিষ্ঠানের মাধ্যমে এ দেশের বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ আমদানি-রফতানির প্রক্রিয়া সম্পন্ন হয়। দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে তিনি ও তার প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছেন। মৎস্য রফতানিকে উৎসহিত করার জন্য বিভিন্ন ধরনের সুবিধা এবং অবকাঠামো সৃষ্টি করলে এ খাতটি দেশের জন্য আরো বেশি অবদান রাখতে পারবে বলে তিনি বিশ্বাস করেন। এ জন্যে তিনি সরকারের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময়ের প্রাক্কালে প্রেস ক্লাবের পক্ষ থেকে অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান নির্বাহী সদস্য মনজুর কাদের মনজু। প্রেস ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন প্রকাশনা তুলে দেন অর্থ সম্পাদক শুকলাল দাশ ও ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম। এ সময় দৈনিক পূর্বদেশের নির্বাহী সম্পাদক আবু সাঈদ জুবেরীও উপস্থিত ছিলেন।
প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাস বলেন, লায়ন কমরুদ্দিন প্রবাসে থেকেও সাংবাদিকদের কল্যাণে ও দেশের অগ্রযাত্রায় যে ভূমিকা পালন করে যাচ্ছেন-তা অনুকরণীয়। সমাজের আলোকিত মানুষরা প্রেস ক্লাবের সাথে সম্পৃক্ত হয়ে সাংবাদিকদের গৌরবান্বিত করে চলেছেন। আশা করি, ভবিষ্যতেও প্রেস ক্লাবের বিভিন্ন কর্মকান্ডে তিনি আমাদের পাশে থাকবেন।
এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি কাজী আবুল মনসুর, ব্যবস্থাপনা কমিটির সদস্য নূর মোহাম্মদ রফিক, স্থায়ী সদস্য জামালুদ্দীন ইউছুফ, বিশ্বজিৎ বড়ুয়া, নিপুল কুমার দে ও সমকালের স্টাফ রিপোর্টার রুবেল খান।