বিশিষ্ট ব্যবসায়ী ও রোটারিয়ান জসিম উদ্দিন চৌধুরী বলেছেন, দেশের ব্যবসা বাণিজ্যসহ সার্বিক কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। তারা জাতির দু:সময়ে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করেন। তিনি ১৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম প্রেস ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, প্রেস ক্লাব জাতির ক্রান্তিলগ্নে সব সময় অগ্রণী ভূমিকা পালন করে।
প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে ক্লাবের সাবেক সভাপতি আতাউল হাকিম, সিনিয়র সহ-সভাপতি রাশেদ রউফ, সহ-সভাপতি কাজী আবুল মনসুর, সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক তৈয়ব চৌধুরী বক্তব্য রাখেন। অতিথিকে আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দেন যুগ্ম সম্পাদক মহসীন কাজী। ফুলেল শুভেচ্ছা জানান ক্লাবের প্রবীণ সদস্য নুর মোহাম্মদ রফিক। ক্লাবের নিয়মাবলী সংক্রান্ত কাগজপত্র তুলে দেন অর্থ সম্পাদক শুকলাল দাশ ও প্রচার সম্পাদক আলমগীর সবুজ।
এ সময় অন্যান্যের মধ্যে জনকন্ঠের ব্যুরো প্রধান মোয়াজ্জেমুল হক, প্রবীন সদস্য খুরশিদ আলম বশির, নির্মল চন্দ্র দাশ, নির্বাহী কমিটির সদস্য আবু জাফর হায়দার, মনজুর কাদের মনজু, ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম, লাইব্রেরী সম্পাদক শহীদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক রুপম চক্রবর্তি, ক্লাবের সদস্য সিরাজুল করিম মানিক, ম. শামসুল ইসলাম, মোহাম্মদ আলী, শিব্বির আহমেদ রাশেদ, নিপুল কুমার দে, রাজেশ চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।