প্রেসক্লাব বই উৎসব ২০১১
চট্টগ্রামের সাংবাদিকদের বই নিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাব আয়োজিত দু’দিনব্যাপী বই উৎসব অনুষ্ঠিত হয় ২২ ও ২৩ সেপ্টেম্বর ২০১১। প্রেস ক্লাবের প্রথম এ বই উৎসবে বইপ্রেমী, আগ্রহী পাঠক ও গবেষকদের ভিড় ছিল লক্ষণীয়। এক সাথে সাংবাদিকদের লেখা এত বই দেখে অনেকে বিস্ময়ও প্রকাশ করেন। দু’দিনের এ উৎসবে প্রায় অর্ধলাখ টাকার বই বিক্রি হয়েছে বলে আয়োজকরা জানান।
শেষদিন শুক্রবার বইয়ের বিভিন্ন কর্ণার পরিদর্শন করেন ভারতীয় দূতাবাসের চট্টগ্রামস্থ সহকারী হাই কমিশনার সোমনাথ ঘোষ। প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, ‘চট্টগ্রামে সাংবাদিকতা কতোটা অ্যাকটিভ তা সত্যিই ভাববার বিষয়। তাঁরা যে এতো বই লিখেছেন তা এখানে আসার আগে জানতাম না।’
আয়োজকরা জানান, দু’দিনের এই উৎসবে বিক্রি হয়েছে পাঁচ শতাধিক বই। সবচেয়ে বেশি বিক্রি হয়েছে আবুল মোমেন, আবু সুফিয়ান, রাশেদ রউফ, বিপুল বড়ুয়া ও শতদল বড়ুয়ার বই। বই উৎসবের দুই দিনই ঘুরে ঘুরে বই কিনেছেন ডা. শাহেলা আবেদীন। তিনি বলেন, ‘এখান থেকে আমি ১৪টা বই কিনেছি। যেহেতু এগুলো সাংবাদিকদের বই, তাই আমি মনে করছি এখানকার তথ্যগুলো সঠিক হবে। এই বইগুলো অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ, তাই কিনেছি। সেই সাথে ডিসকাউন্টতো আছেই।’
লেখক কাজী জাহাঙ্গীর পতেঙ্গা থেকে এসেছেন দুই মেয়ে জাইমা ও লামিশাকে নিয়ে। বিভিন্ন কর্নার ঘুরে উৎসব থেকে নিজের জন্য বই কিনেছেন। সেই সাথে কিনে দিচ্ছিলেন মেয়েদের পছন্দের বই। তিনি বললেন, ‘আমি প্রায় এক হাজার টাকার বই কিনেছি। আমার পাঁচ বছরের মেয়ে জাইমা ওর পছন্দের বই পেয়ে আমাকে বারবার থ্যাংকস জানাচ্ছে।’
উৎসবের শেষদিন সমাপনী অনুষ্ঠানে ‘সাহিত্য ও সাংবাদিকতা : প্রেক্ষিত চট্টগ্রাম’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস। আলোচনায় চট্টগ্রামের সাংবাদিকদের প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলা সাহিত্যের নানা দিকের সমৃদ্ধিতে ভূমিকা রেখে চলেছেন চট্টগ্রামের অর্ধশত সাংবাদিক। সাংবাদিকদের বই নিয়ে প্রেস ক্লাবের এই আয়োজন সারাদেশে একটি আদর্শ উদ্যোগ হয়ে থাকবে।’
প্রেস ক্লাব সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে এই আলোচনায় আরো অংশ গ্রহণ করেন ভারতীয় দূতাবাসের চট্টগ্রামস্থ সহকারি হাই কমিশনার সোমনাথ ঘোষ। এছাড়া চট্টগ্রামের প্রেক্ষাপটে সাহিত্য ও সাংবাদিকতা বিষয়ে দীর্ঘ আলোচনা করেন প্রাবন্ধিক ও দৈনিক সুপ্রভাতের সিটি এডিটর এম নাসিরুল হক, ইন্ডিপেনডেন্টের ব্যুরো প্রধান ও প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি নুরুল আমিন এবং ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার কবি সৈয়দ আবদুল ওয়াজেদ।