চট্টগ্রাম প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ৩০ ডিসেম্বর, নির্বাচন ৩১ ডিসেম্বর
1 December 2012
দেখুন সব খবর

প্রেসক্লাব সদস্যদের সঙ্গে শিল্পপতি আবু তৈয়বের মতবিনিময়

ctg-pressclub-2-13.6চট্টগ্রাম প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সঙ্গে মত বিনিময়কালে চট্টগ্রাম ক্লাব লিমিটেডের চেয়ারম্যান ও শিল্পপতি এস এম আবু তৈয়ব দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও জাতিগত অগ্রগতির জন্য আমাদের মিডিয়াগুলোর নেতিবাচক সংবাদকে প্রাধান্য দেয়ার বৃত্ত থেকে বেরিয়ে এসে সংবাদপত্রগুলোকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিকেই প্রাধান্য দেয়ার আহবান জানিয়েছেন।

এ ইতিবাচক দৃষ্টিভঙ্গিই আমাদের জাতি এবং অর্থনীতিকে অনেক দূর এগিয়ে নিতে পারে। ১৩ জুন ২০১২ বুধবার প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির পক্ষে মত বিনিময় সভায় প্রেসক্লাব সভাপতি আবু সুফিয়ান উল্লেখ করেন, চট্টগ্রামের অবকাঠামোতে নানা ধরনের সমস্যা থাকা সত্ত্বেও এ অঞ্চলের অসংখ্য শিল্পপতি, ব্যবসায়ী রফতানিমুখী কারখানা প্রতিষ্ঠা করে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে ভূমিকা রেখে চলেছেন। যা আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলছে।

এতে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি আবু সুফিয়ান, সিনিয়র সহ-সভাপতি নুরুল আমীন, সাধারণ সম্পাদক রাশেদ রউফ। এছাড়া উপস্থিত ছিলেন সহ-সভাপতি খোরশেদ আলম, যুগ্ম সম্পাদক মহসিন চৌধুরী, অর্থ সম্পাদক স.ম. ইব্রাহিম, ক্রীড়া সম্পাদক মোরশেদ আলম, সমাজ সেবক ও আপ্যায়ন সম্পাদক তাপস বড়ুয়া রুমু, লাইব্রেরি সম্পাদক শহীদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মহসিন কাজী, নির্বাহী সদস্য এ জেড এম হায়দার, মঞ্জুর কাদের মঞ্জু ও চৌধুরী ফরিদ।

পরে এসএম আবু তৈয়ব চট্টগ্রামের প্রেসক্লাবের লাইব্রেরি পরিদর্শন করেন।