কাতারের ভেনাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু তালেব বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে সাংবাদিকদের অবদান অনস্বীকার্য। সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে তরুণ প্রজম্মের হাতধরে গড়ে উঠা চলমান যুদ্ধেও মুখ্য ভূমিকা রেখে চলেছেন এদেশের সাংবাদিক সমাজ। ঘাতকদের ফাঁসির দাবিতে রাজপথে নামা তরুণরা তাদের যুদ্ধে জয়ী হবেই।
তিনি ১৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।
মুক্তিযোদ্ধা আবু তালেব আরও বলেন, একাত্তরে যুদ্ধাপরাধীরা এদেশে যে নারকীয় বর্বরতা চালিয়েছে তার উপযুক্ত বিচার-ফাঁসি ছাড়া আর কোনোভাবেই মেনে নেয়া যায় না। এ দাবির সঙ্গে চট্টগ্রাম প্রেস ক্লাবসহ সাংবাদিক সমাজের একাত্মতা দেশের আপামর জনতাকে অনুপ্রাণিত করেছে। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমিও কৃতজ্ঞ বীর চট্টলার সাংবাদিকদের কাছে।
প্রেস ক্লাব সভাপতি আলহাজ আলী আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী ও যুগ্ম সম্পাদক মহসীন কাজী। মুক্তিযোদ্ধা আবু তালেবকে ফুলেল শুভেচ্ছা জানান প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ রফিক। প্রেস ক্লাবের উপহার সামগ্রী তুলে দেন অর্থ সম্পাদক শুকলাল দাশ।
এ সময় অন্যান্যের মধ্যে প্রেস ক্লাবের সাবেক সভাপতি আতাউল হাকিম, জনকন্ঠের ব্যুরো প্রধান মোয়াজ্জেমুল হক, সিনিয়র সহ-সভাপতি রাশেদ রউফ, সহ-সভাপতি কাজী আবুল মনসুর, লাইব্রেরী সম্পাদক মো: শহীদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক রুপম চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আইয়ুব আলী, ব্যবস্থাপনা কমিটির সদস্য আবু জাফর মো. হায়দার, মনজুর কাদের মনজু, স্থায়ী সদস্য খুরশিদ আলম বশির, নির্মল চন্দ্র দাশ, মোহাম্মদ আলী, ম. শামসুল ইসলাম, শিব্বির আহমেদ রাশেদ, নিপুল কুমার দে, রাজেশ চক্রবর্তী প্রমুখ।