আবদুল গফুর হালীর মৃত্যুতে প্রেস ক্লাব নেতৃবৃন্দের শোক
21 December 2016
প্রেসক্লাবের ১৫ পদে ৩৮ প্রার্থী: সভাপতি ৩, সম্পাদক ৪
25 December 2016
দেখুন সব খবর

শুদ্ধ বাংলা উচ্চারণ ও আবৃত্তি কর্মশালা এবং ইংলিশ ফর লাইফ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, সাবলীল ভাষা ও শুদ্ধ উচ্চারণ প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে জাতি আলোকিত হবে। মাতৃভাষার পাশাপাশি ইংরেজি ভাষায় দক্ষতা অর্জিত হলে আগামীর বাংলাদেশ দক্ষ নাগরিক পাবে। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে শুদ্ধ বাংলা উচ্চারণ ও আবৃত্তি কর্মশালা এবং ইংলিশ ফর লাইফ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় চবি উপাচার্য এ কথা বলেন।
প্রেস ক্লাব সভাপতি কলিম সরওয়ারের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী। আরো বক্তব্য রাখেন বিএফইউজে’র সহ সভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির চেয়ারম্যান মইনুদ্দীন কাদেরী শওকত, সিইউজে’র সহ সভাপতি নিরূপম দাশগুপ্ত, দুই প্রশিক্ষক ফারুক তাহের ও আজিজুল কাদের এবং প্রশিক্ষণ কর্মসূচির সমন্বয়ক মিহ্রজ রায়হান। অনুষ্ঠানে প্রধান অতিথি প্রেস ক্লাবের আগামী দিনের যেকোনো প্রশিক্ষণ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা প্রদানের আগ্রহ ব্যক্ত করেন। পরে প্রধান অতিথি কোর্স সম্পন্নকারীদের মাঝে সনদ বিতরণ করেন।
বিএফইউজে’র সহ সভাপতি শহীদ উল আলম কর্মসূচির প্রশংসা করে এর অগ্রযাত্রা কামনা করেন। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী প্রেস ক্লাব সদস্যদের সন্তানদের জন্যে ভাষা প্রশিক্ষণের এ উদ্যোগ আগামীতেও চালু করার জন্য আগামী নেতৃত্বের প্রতি অনুরোধ জানান।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ার বলেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের ৫০ বছরের ইতিহাসে ভাষা প্রশিক্ষণ কর্মসূচি একটি অনন্য উদ্যোগ। এ কর্মসূচির ধারাবাহিকতা রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, প্রেস ক্লাবের সদস্য ও সন্তানদের মানোন্নয়নে যেকোনো কর্মসূচি গ্রহণে কোনো কার্পণ্য করা হবে না। সবশেষে প্রশিক্ষণপ্রাপ্তরা বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন। সভায় প্রধান অতিথি এবং প্রশিক্ষকদ্বয়ের হাতে প্রেস ক্লাব সম্মাননা স্মারক তুলে দেন প্রেস ক্লাব সভাপতি।