চট্টগ্রাম প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সাথে অ্যাকাউন্টিং সফ্টওয়ার ‘ত্রয়ী’র প্রধান নির্বাহী মোহাম্মদ ইয়াছিনের এক মতবিনিময় সম্প্রতি প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম প্রেস ক্লাবে প্রথমবারের মতো চালু হওয়া এই সফ্টওয়ার শুধুমাত্র সার্ভিস চার্জের বিনিময়ে প্রেস ক্লাবকে দেয়ার আগ্রহ ব্যক্ত করলে তা ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তারা গ্রহণ করেন। সাথে সাথে ত্রয়ী সফটওয়ার সরবরাহকারী প্রতিষ্ঠান প্রতিবছর ফ্রি সার্ভিসিং এবং মেইটেন্যান্স এর প্রতিশ্রুতি দেন। এ সময় প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ার, সিনিয়র সহসভাপতি কাজী আবুল মনসুর, সহসভাপতি সালাহউদ্দিন মো. রেজা, সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, যুগ্ম সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী, অর্থ সম্পাদক তাপস বড়–য়া রুমু, সাংস্কৃতিক সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, ক্রীড়া সম্পাদক গোলাম মাওলা মুরাদ, গ্রন্থাগার সম্পাদক মো. শওকত ওসমান, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর সবুজ, কার্যকরী সদস্য শহীদ উল আলম, ফারুক ইকবাল, শামসুল হক হায়দরী এবং মোয়াজ্জেমুল হক উপস্থিত ছিলেন।