চট্টগ্রাম প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন : কলিম সরওয়ার পুনরায় সভাপতি, শুকলাল দাশ সাধারণ সম্পাদক
31 December 2016
How to Make the Most of a Weekend
1 November 2019
দেখুন সব খবর

চট্টগ্রাম প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব গ্রহণ


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জাননোর মধ্য দিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিত সদস্যরা দায়িত্ব গ্রহণ করেছেন।

শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের পুনঃনির্বাচিত সভাপতি কলিম সরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী নবনির্বাচিত সাধারণ সম্পাদক শুকলাল দাশের নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব তুলে দেন।

সভায় বক্তব্য রাখেন পুনঃনির্বাচিত সিনিয়র সহসভাপতি কাজী আবুল মনসুর, সহসভাপতি মনজুর কাদের মনজু, বিদায়ী সহসভাপতি সালাহউদ্দিন মো. রেজা, নবনির্বাচিত যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, অর্থ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সাংস্কৃতিক সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম, বিদায়ী ক্রীড়া সম্পাদক গোলাম মওলা মুরাদ, গ্রন্থাগার সম্পাদক রাশেদ মাহমুদ, বিদায়ী গ্রন্থাগার সম্পাদক শওকত ওসমান, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক রোকসারুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিন্টু চৌধুরী, বিদায়ী প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর সবুজ, কার্যকরী সদস্য ম. শামসুল ইসলাম, মোয়াজ্জেমুল হক, হেলাল উদ্দিন চৌধুরী, শহীদ উল আলম, বিদায়ী সদস্য ফারুক ইকবাল। সভায় দায়িত্ব হস্তান্তর ও গ্রহণের পাশাপাশি প্রেস ক্লাবের বিদায়ী ও নতুন নেতারা ভবিষ্যতে ক্লাবের কার্যক্রম পরিচালনায় সবার সহযোগিতা প্রত্যাশা করেন।


এদিকে শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে প্রেস ক্লাব নেতাদের সঙ্গে চট্টগ্রামের চার বিশিষ্ট ব্যবসায়ীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে মন্তব্য করে ব্যবসায়ীরা বলেন, শিল্প ও চট্টগ্রাম বন্দরভিত্তিক ব্যবসা সম্প্রসারণ এবং চট্টগ্রামের অপ্রচলিত পণ্যের উৎপাদন বাড়িয়ে দেশে-বিদেশে নতুন বাজার সম্প্রসারণেও সাংবাদিকদের লেখা ভূমিকা রাখতে পারে।

বিশিষ্ট শিল্পপতি লিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রাম সিনিয়রস ক্লাবের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মানিক বাবলু, ব্যাংজিম বাংলাদেশ লিমিটেডের পরিচালক ও সিনিয়রস ক্লাবের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী এম এ কবীর মিলকী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও এক্স কাউন্সিলর ফোরামের সদস্য সচিব হাজী জামাল হোসেন এবং রুমি ডেইরি ফার্মের ব্যবস্থাপনা পরিচালক ও ম্যাক্স হাসপাতালের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী এম কামাল উদ্দিন প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সাথে মতবিনিময় করেন। চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ারের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ক্লাবের বিদায়ী সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক শুকলাল দাশ।