চট্টগ্রাম প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন
30 December 2016
চট্টগ্রাম প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব গ্রহণ
7 January 2017
দেখুন সব খবর

চট্টগ্রাম প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন : কলিম সরওয়ার পুনরায় সভাপতি, শুকলাল দাশ সাধারণ সম্পাদক

চট্টগ্রাম প্রেসক্লাব নির্বাচনে কলিম সরওয়ার সভাপতি এবং শুকলাল দাশ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার এ নির্বাচনে ১৫ সদস্যের ব্যবস্থাপনা কমিটি নির্বাচিত হন।
দৈনিক পূর্বকোণের বার্তা সম্পাদক কলিম সরওয়ার সভাপতি পদে পুনঃনির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এটিএন বাংলার চট্টগ্রাম প্রধান আলহাজ আলী আব্বাস। দৈনিক আজাদীর সিনিয়র রিপোর্টার শুকলাল দাশ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন দৈনিক ইত্তেফাকের চট্টগ্রাম বুরো প্রধান সালাহউদ্দিন মো. রেজা।
সিনিয়র সহ-সভাপতি পদে দৈনিক প্রতিদিনের সংবাদের চট্টগ্রাম বুরো প্রধান কাজী আবুল মনসুর, সহ-সভাপতি পদে এটিএন বাংলার মনজুর কাদের মনজু নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে চ্যানেল আইয়ের বুরো প্রধান ফরিদ উদ্দিন চৌধুরী দ্বিতীয়বারের মতো সর্বোচ্চ ১৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
অর্থ সম্পাদক পদে দৈনিক পূর্বদেশের সহকারী সম্পাদক দেব দুলাল ভৌমিক, সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক যুগান্তরের চট্টগ্রাম বুরো প্রধান শহীদুল্লাহ শাহরিয়ার, ক্রীড়া সম্পাদক পদে দৈনিক আজাদীর ক্রীড়া প্রতিবেদক নজরুল ইসলাম, গ্রন্থাগার সম্পাদক পদে রাশেদ মাহমুদ, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক পদে দৈনিক পূর্বকোণের রোকসারুল ইসলাম এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম চট্টগ্রাম বুরোর সিনিয়র করেসপন্ডেন্ট মিন্টু চৌধুরী নির্বাচিত হয়েছেন।
এছাড়া কার্যকরী সদস্য পদে দৈনিক পূর্বদেশের প্রধান প্রতিবেদক ম. শামসুল ইসলাম, দৈনিক জনকণ্ঠের ডেপুটি এডিটর মোয়াজ্জেমুল হক, দৈনিক যায়যায়দিন এর চট্টগ্রাম বুরো প্রধান হেলাল উদ্দিন চৌধুরী এবং শহীদ উল আলম নির্বাচিত হয়েছেন।
চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে মূলতবি সাধারণ সভা আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ওমর কায়সার।
মূলতবি সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার, সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, নবনির্বাচিত সাধারণ সম্পাদক শুকলাল দাশ, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী এজাজ ইউসুফী, সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী খোরশেদ আলম প্রমুখ।
এর আগে শনিবার সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম প্রেসক্লাবের ২৩৪ সদস্যের মধ্যে ২২৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
রাতে চট্টগ্রাম প্রেসক্লাবের নতুন কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) নেতৃবৃন্দ। এসময় সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীসহ বিএফইউজে’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে প্রেসক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের পৃথক বিবৃতিতে অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, নির্বাহী সদস্য নওশের আলী খান, চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির চেয়ারম্যান মঈনুদ্দিন কাদেরী শওকত ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শামসুল হক হায়দরী ও সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট এসোসিয়েশেনের সভাপতি মশিউর রেহমান বাদল ও সাধারণ সম্পাদক রাশেদ মাহমুদ।